ঢাকা: আগাম নির্বাচনের লক্ষ্যে পার্লামেন্ট ভেঙ্গে দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার (২১ নভেম্বর) পার্লামেন্টের স্পিকার বুনমেঈ ইবুকি এ ঘোষণা দেন।
ক্ষমতায় বসার দুই বছরের মাথায় আবে পার্লামেন্ট ভাঙলেন। আরো দুই বছর ক্ষমতায় থাকার কথা ছিল তার। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জাপানে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বিবিসির খবরে, জাপানের অর্থনীতি সংকুচিত হয়ে পড়েছে। অর্থনীতির কারণে আবের জনপ্রিয়তায় ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে দুই বছর পর নির্বাচন দিলে তিনি জিতবেন কি-না সেটা নিয়ে সংশয় রয়েছে। তাই আগেভাগে নির্বাচন দিয়ে আবারো ক্ষমতায় বসতে চান আবে।
এদিকে স্থানীয় গণমাধ্যম পরিচালিত জরিপে দেখা গেছে, আবের জনসমর্থনে ভাটা পড়েছে। কিন্তু তারপরও তিনি কেন নির্বাচন দিলেন তা কারো কাছে বোধগম্য নয়।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪