ঢাকা: কয়েক দিনের ব্যবধানে ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলী মুলক্কাস দ্বীপপুঞ্জে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৯ মাত্রা।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে এ খবর জানিয়েছে।
ইউএসজিএস জানায়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে হালমাহেরা জেলার টোবেলো শহরের ১১৬ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চি কোণে ভূমিকম্পটি আঘাত হানে।
তবে, ভূমিকম্পটি আঘাত হানার পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এছাড়া, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
এর আগে, গত ১৫ নভেম্বর সকালে দেশটিতে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর সেখানে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য, সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪