ঢাকা: গণআন্দোলনে মিশরের পতিত প্রেসিডেন্ট হোসনি মোবারকের রায় অপেক্ষমাণ রয়েছে।
শনিবার তার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হতে পারে।
২০১১ সালে তার ৩০ বছরের দুঃশাসনের বিরুদ্ধে গর্জে ওঠা গণআন্দোলনে মোবারক ক্ষমতাচ্যুত হন। এ সময় আন্দোলন করতে তার নির্দেশে সরকারি বাহিনী গুলি চালালে অন্তত আটশ বিক্ষোভকারী নিহত হন।
২০১৩ সালে আপিল বিভাগ মিশরের পতিত প্রেসিডেন্ট হোসনি মোবারককে যাবজ্জীবন সাজা দেন। তবে ৮৬ বছর বয়স্ক মোবারক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪