ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ঘূর্ণিঝড় হ্যাগুপিটের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
ফিলিপাইনে ঘূর্ণিঝড় হ্যাগুপিটের আঘাত ছবি: সংগৃহীত

ঢাকা: ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার গতিবেগে ফিলিপাইনের পূর্বাঞ্চলে আঁছড়ে পড়েছে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় হ্যাগুপিট।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে প্রশান্ত মহাসাগর বুকের দেশটির মধ্য পূর্বাঞ্চলীয় সামার প্রদেশে এটি আঘাত হানে।



ভূমিকম্পের পর সামার প্রদেশের ডোলেরস শহরসহ বিভিন্ন এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় কর্মকর্তারা জানান, হ্যাগুপিটের তাণ্ডবে ডোলেরস সহ পূর্বাঞ্চলীয় বিভিন্ন শহরে বিদ্যুতের খুঁটি ও গাছপালা উপড়ে পড়ে আছে। প্রায় পুরো পূর্বাঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। সন্ধ্যার আগে ভূমিকম্পটি আঘাত হানায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে, দুর্যোগ মোকাবেলায় দেশটির সেনাবাহিনীর ১ লাখ ২০ হাজার সদস্যকে সতর্কাবস্থানে রাখা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ভূমিকম্প ঘনীভূত হওয়ার পর থেকেই সতর্কতার মাত্রা বাড়াতে থাকে কেন্দ্রীয় আবহাওয়া ‍অধিদফতর। দুপুর পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

গত বছরের নভেম্বরে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ফিলিপাইনে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ান। এতে ১০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।