ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ওবামার অপেক্ষায় দিল্লির ‘রাজপথ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ওবামার অপেক্ষায় দিল্লির ‘রাজপথ’ ছবি : সংগৃহীত

ঢাকা: আর কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে শুরু হতে যাচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত থাকছেন বারাক ওবামা।

স্ত্রী মিশেল ওবামাও থাকবেন তার সঙ্গে।
 
স্থানীয় সময় বেলা দশটায় ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লির ঐতিহাসিক ‘রাজপথ’এ স্থাপিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান মঞ্চে সস্ত্রীক উপস্থিত হবেন ওবামা। প্রজাতন্ত্র দিবসের নানা অনুষ্ঠানের পাশাপাশি এ সময় সামরিক বাহিনীর কুচকাওয়াজও পরিদর্শন করবেন ওবামা।

ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অ্নুষ্ঠানে প্রতিবারই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় দিল্লিতে। তবে ওবামার উপস্থিতির কারণে এবার অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে নিরাপত্তার বাড়াবাড়ি।

রাজধানীকে মুড়িয়ে দেয়া হয়েছে সাত স্তর নিরাপত্তার ঘেরাটোপে। রাজপথে মূল অনুষ্ঠানস্থল ঘিরে মোতায়েন করা হয়েছে ৫০ হাজার নিরাপত্তা রক্ষী। এছাড়া শুধু মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় থাকছে ৫শ’ সিক্রেট সার্ভিস এজেন্ট।

এ বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতীয় সামরিক বাহিনী তাদের মধ্যমপাল্লার অত্যাধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ‘আকাশ’ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং অস্ত্র শনাক্তকারী রাডার প্রদর্শন করবে। এছাড়া প্রদর্শন করা হবে অত্যাধুনিক মিগ ২৯-কে জঙ্গিবিমানও।

তবে এবারের কুচকাওয়াজের মূল আকর্ষণ সেনা, নৌ ও বিমান বাহিনীর তিনটি বিশেষ কন্টিনজেন্ট। কন্টিনজেন্ট তিনটির সব সদস্যই হবে নারী। এই প্যারেডের থিম ধরা হয়েছে ‘নারী শক্তি’। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ ক্যাম্পেইনকেও তুলে আনা হবে কুচকাওয়াজের অনুষ্ঠানে।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের পর কংগ্রেস সভানত্রী সোনিয়া গান্ধী, তার পুত্র কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করবেন ওবামা।
 
এদিকে রোববার সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ওবামার মধ্যে বৈঠকে দুই দেশের মধ্যে থেমে থাকা বিভিন্ন চুক্তির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ইতোমধ্যেই বহুল প্রতীক্ষিত পরমাণু চুক্তি হওয়ার ব্যাপারেও দু্ই দেশের মধ্যে সমঝোতা হয়েছে যা ঝুলে ছিলো প্রায় ছয় বছর।

রোববার ভারত পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার সকালে দিল্লির পালাম বিমাবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।