ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ত্রিপোলির হোটেলে সন্ত্রাসী হামলা, ৫ বিদেশিসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
ত্রিপোলির হোটেলে সন্ত্রাসী হামলা, ৫ বিদেশিসহ নিহত ১০ ছবি: সংগৃহীত

লিবিয়ার ত্রিপোলিতে অভিজাত হোটেল কোরিথিয়ায় সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। দেশটির অভ্যন্তরীন বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখোপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ৫ জন বিদেশি নাগরিক। এদের একজন আমেরিকান, একজন ফরাসি ও তিন জন তাজাকিস্তানের। নিহতদের বাকি পাঁচ জন লিবীয় নাগরিক।

এসাম আল নাস নামের ও মুখোপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, হোটেলে কোনো ধরনের জিম্মি পরিস্থিতি নেই। তবে প্রাথমিক খবরে বলা হচ্ছিলো হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়। আর তিন বন্দুকধারীকে হোটেলে আটকে ফেলা হয়। পরে অবশ্য বিষয়টি নিশ্চিত করে কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে আইসিস এর একটি অনলাইন গ্রুপ দাবি করেছে আবু আনাস আল লিবির নামেই এই হামলা চালানো হয়েছে।

আল-লিবি আল-কায়েদার একটি অংশ। এর আগে আফ্রিকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে এরাই বোমা হামলা চালিয়েছিলো। যদিও গ্রুপটির প্রধান আবু আনাস আল লিবি লিবিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে ধরা পড়ে এমাসেই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন।  

যুক্তরাষ্ট্রের এফবিআই বিষয়টিতে দ্রুত তদন্তের ওপর জোর দিয়েছে।  

বাংলাদেশ সময় ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।