ঢাকা: ভবিষ্যতে ইন্টারনেটে ভোট গ্রহণের ইঙ্গিত দিয়েছেন ভারতে প্রধান নির্বাচন কমিশনার এইচএস ব্রাহ্ম। শুক্রবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইন্টারনেটে ভোট গ্রহণ আমাদের বিবেচনায় রয়েছে। তার আগে ‘সম্পূর্ণ নির্ভুল’ ভোট গ্রহণ আমাদের অগ্রাধিকার। তবে এজন্য তিনি কোনো সময়সীমা বেধে দেননি।
ইন্টারনেট ভোটের ইঙ্গিত দিয়ে ব্রাহ্ম বলেন, তরুণ ভোটাররা মনে করেন এর মাধ্যমে সময়-অর্থ অপচয় রোধ হবে। ভারত এটা করতে পারবে। শুধুমাত্র অর্থ, অবকাঠামো এবং প্রশিক্ষণ দরকার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দিল্লির বিধানসভা নির্বাচনে আমি লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা ছিলাম। আমার সামনে আরো পাঁচ তরুণ ছিল। তারা বলছিল, কয়েক সেকেন্ডের ভোটের জন্য কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকা সত্যিই বিরক্তিকর।
তবে বৃহস্পতিবার লোকসভায় ভারতের আইনমন্ত্রী ডিভি সাদনান্দা গৌদা ইন্টারনেট ভোট চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫