ঢাকা: পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের জাসিয়াদকো এলাকার একটি কয়লা খনিতে বিস্ফোরণে ৩০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪০ জনের মতো।
বুধবার (০৪ মার্চ) সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৪ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে অতিরিক্ত গ্যাস নিঃসরণের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় এক কর্মকর্তা মিখাইল ভলিনেটস বলেছেন, দুর্ঘটনাকবলিত ওই খনিতে এখন পর্যন্ত কোনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি।
তবে প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাস অপসারণের কাজ শুরু হয়েছে। এরপর খনির অভ্যন্তরে উদ্ধারকারীদের পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫