ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের জন্মদিন আজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের জন্মদিন আজ ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ মিসাও ওকাওয়ার ১১৭তম জন্মদিন আজ।

 

১৮৯৮ সালের ৫ মার্চ জাপানের ওসাকায় জন্মগ্রহণ করেন তিনি।

তার বাবা ছিলেন সেখানকারই এক বস্ত্রব্যবসায়ী। মিসাও তার পরিবারের চতুর্থ কন্যা সন্তান।

 

জন্মদিন পালনের আগের দিন কেটে যাওয়া ১১৭ বছর সময় সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, অতিবাহিত জীবনকে লম্বা সময় বলে মনে হয়নি তার।

 

২০১৩ সালে গিনেস বুকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত এই জাপানি নারী আরও বলেন, এই বয়সে উপনীত হতে পেরে আমি খুব আনন্দিত।

 

জন্মদিনে মিসাওকে ফুলের তোড়া উপহার দেন ওসাকার স্থানীয় সরকারের কর্মকর্তা তাকেহিরো ওগুরা।

 

এতো দীর্ঘসময় বেঁচে থাকার রহস্য প্রসঙ্গে মিসাও বলেন, আমি নিজেও এই ব্যাপারে বিস্মিত।

 

যদিও সাম্প্রতিক মাসগুলোয় কানে শুনতে কিছুটার সমস্যার সম্মুখীন হচ্ছেন মিসাও, তবে তার খাওয়ার রুচি এবং স্বাস্থ্য এখনো ভালো আছে বলে বুধবার (৪ মার্চ) জানায় ওসাকার স্থানীয় নার্সিং হোম।

 

১৯১৯ সালে ইউকিও নামের একজনকে বিয়ে করেন ওকাওয়া। বিয়ের ১২ বছরের মাথায় ১৯৩১ সালে ইউকিও মারা যান। দুই মেয়ে এবং এক ছেলের জননী মিসাও।  

 

বিশ্বে সবচেয়ে বেশি শতবর্ষীর দেখা মেলে জাপানেই। সরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যা ৫৮ হাজারেরও বেশি। এই শতবর্ষীদের ৮৭ শতাংশই নারী।  

 

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।