ঢাকা: শিরচ্ছেদ নয়, এবার গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করলো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মুহাম্মদ সাঈদ ইসমাইল মুসাল্লাম (১৯) নামে ওই যুবক এতদিন আইএস’র হাতে বন্দি ছিল।
সে (মুসাল্লাম) ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদের’ হয়ে গুপ্তচরবৃত্তি করছিল বলে অভিযোগ আইএস’র।
প্রকাশিত ১৩ মিনিটের ভিডিওতে আইএস’র পক্ষ থেকে বলা হয়, সিরিয়ায় আইএস’র পক্ষে বিদেশি যোদ্ধা হিসেবে যোগ দিয়েছিল মুসাল্লাম। তবে সন্দেহ হলে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে গুপ্তচরবৃত্তির বিষয়টি স্বীকার করে মুসাল্লাম।
এদিকে, ইসলামিক স্টেটের এ অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল ও মুসাল্লামের পরিবার।
এ বিষয়ে মুসাল্লামের বাবা সাঈদ মুসাল্লাম সংবাদমাধ্যমকে বলেন, গত বছর তুরস্ক ভ্রমণের সময় সে নিখোঁজ হয়। কোনো গুপ্তচর সংস্থার সঙ্গে মুসাল্লামের যোগাযোগ ছিল না। বিশ্বজুড়ে ভয় ছড়িয়ে দিতেই আইএস এভাবে মানুষ হত্যা করছে বলেও অভিযোগ মুসাল্লামের বাবার।
এর আগে ফেব্রুয়ারিতে ২১ মিশরীয় খ্রিস্টানকে শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫