ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ফ্রান্সে সড়কের টোল বুথে দুর্ধর্ষ চুরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
ফ্রান্সে সড়কের টোল বুথে দুর্ধর্ষ চুরি

ঢাকা: ফ্রান্সের ব্যস্ত সড়কের টোল বুথে কড়া নিরাপত্তা বলয়ে থাকা দু’টি ভ্যান থেকে কয়েক মিলিয়ন ইউরো মূল্যের গহনা চুরি করেছে সশস্ত্র হামলাকারীরা।

মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে রাজধানী প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলের একটি এলাকায় এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।



স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্যারিস থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের অ্যাভালন এলাকার এ৬ সড়ক দিয়ে যাওয়ার সময় টোল বুথে ওই দু’টি ভ্যানের ওপর হামলা চালায় ১৫ জন হামলাকারী।

এক পর্যায়ে চালক ও নিরাপত্তারক্ষীদের জিম্মি করে ওই ভ্যান দু’টিকে টোল বুথ থেকে খানিক দূরে নিয়ে যাওয়া হয়। এরপর গাড়ি দু’টিতে থাকা কয়েক মিলিয়ন ইউরো মূল্যের গহনা লুটে পালিয়ে যায় সশস্ত্র চোর চক্র। প্যারিসের দিকে পালিয়ে যাওয়ার আগে ভ্যান দু’টিকে পুড়িয়ে দিয়ে যায় হামলাকারীরা।

অবশ্য, ভ্যান দু’টিরই চালক অক্ষত রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।