ঢাকা: আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন সাতজন। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ৪১ জন।
স্থানীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লস্করগাহে প্রদেশের গভর্নর, ডেপুটি গভর্নর ও পুলিশ প্রধানের কার্যালয়ের কাছে এ হামলার ঘটনাটি ঘটে।
হামলায় ওই তিন কর্মকর্তাই সুরক্ষিত থাকলেও সাতজন বেসামরিক আফগান নিহত ও ৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রাসোলিয়ার। এছাড়া আহত হয়েছেন গভর্নরের মুখপাত্রও।
বুধবার হেলমন্দে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের সদস্য ও সাংবাদিকদের একটা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই বৈঠক লক্ষ্য করেই এ হামলা চালানো হয় বলে জানান জান রাসোলিয়ার।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫