ঢাকা: পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা ছয় জাপানি গোয়েন্দা উপগ্রহের একটির মেয়াদ শেষ হয়ে আসায় এর বিকল্প একটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে দেশটি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২১ মিনিটে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) ও শিল্পপ্রতিষ্ঠান মিৎসুবিশির তত্ত্বাবধানে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে এইচ-২এ রকেটটি উৎক্ষেপণ করা হয়।
মহাকাশে জাপানের ছয়টি উপগ্রহের মধ্যে দু’টি অপটিক্যাল, তিনটি রাডার ও একটি ব্যাকআপ রাডার গোয়েন্দা উপগ্রহ রয়েছে। এর মধ্যে ২০০৯ সালে প্রেরণ করা একটি অপটিক্যাল উপগ্রহের মেয়াদ শেষ হয়ে আসায় বিকল্প হিসেবে এইচ-২এ‘কে উৎক্ষেপণ করা হল বলে জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদের এক কর্মকর্তা।
১৯৯৮ সালে জাপানের মূল ভূখণ্ড ও প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এ ঘটনার পরই ২০০০ সালে প্রথম মহাকাশে গোয়েন্দা উপগ্রহ প্রেরণ করে জাপান।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫