ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশ পরিবহনে রকেট-বোমা হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
পাকিস্তানে পুলিশ পরিবহনে রকেট-বোমা হামলা, নিহত ৫

ঢাকা: পাকিস্তানে পুলিশের গাড়ি ও বাস লক্ষ্য করে রকেট ও বোমা হামলায় ৫ পুলিশ সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের লোরালাই জেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে জঙ্গিদের রকেট হামলায় ৫ পুলিশ সদস্য নিহত হন।

শুক্রবার (২৭ মার্চ) প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব আকবার দুররানি এ খবর নিশ্চিত করেন।

অপরদিকে শুক্রবার (২৭ মার্চ) করাচিতে পুলিশের বাসে বোমা হামলায় ১০ জন আহত হওয়ার খবরটি নিশ্চিত করেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলি।
ধারণা করা হচ্ছে, পুলিশ বাসে হামলার ঘটনাটি মোটরসাইকেলে সংযুক্ত দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয়।

শহরের কায়দ-ই-আবাদ এলাকা দিয়ে যাওয়ার সময় এ হামলার ঘটনাটি ঘটেছে জানিয়ে মোহাম্মদ আলি বলেন, আহতদেরকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, দুই হামলারই দায় স্বীকার করেছে তালেবান। সংবাদমাধ্যমের কাছে সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ খুরাসানির পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানান, সন্ত্রাস ও মৌলবাদ মোকাবেলায় এ ধরণের হামলা তার সরকারকে ন্যূনতম দুর্বল করতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।