ঢাকা: চীনের একটি চিড়িয়াখানায় খাঁচা পরিষ্কার করার সময় বাঘের থাবায় এক পরিচ্ছন্নকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দেশটির জিয়াংঝি প্রদেশে ইচুন শহরের চুনতাই পার্ক চিড়িয়াখানায় শুক্রবার (২৭ মার্চ) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বাঘের খাঁচা পরিষ্কার করতে ঢোকেন গঙ নামের ওই কর্মী। ঢোকার সঙ্গে সঙ্গেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে বন্দি বাঘ এবং তাকে মারাত্মকভাবে কামড়াতে ও আঁচড়াতে থাকে।
সঙ্গে সঙ্গে চিড়িয়াখানার অন্য কর্মীরা ছুটে গিয়ে বাঘটিকে চেতনানাশক ইনজেকশন দিয়ে গঙকে উদ্ধার করেন। কিন্তু মারাত্মকভাবে আহত হওয়ায় ঘণ্টাখানেকের মধ্যে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫