ঢাকা: মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটে রাজধানী আঙ্কারাসহ চল্লিশটি প্রদেশ প্রায় স্থবির হয়ে পড়েছে তুরস্কে।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় ১০টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৬ মিনিটে) দেশটির বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
তুরস্কের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান টিইআইএএস’র বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদলু জানিয়েছে, সংযোগ লাইনে ত্রুটির কারণে এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
এদিকে, এই বিভ্রাটের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিবহন রুট সহ যাবতীয় গণপরিবহন ব্যবস্থাতে গোলযোগ দেখা দিয়েছে তুরস্কে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫