ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত তুরস্ক ছবি : সংগৃহীত

ঢাকা: মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটে রাজধানী আঙ্কারাসহ চল্লিশটি প্রদেশ প্রায় স্থবির হয়ে পড়েছে তুরস্কে।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় ১০টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৬ মিনিটে) দেশটির বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।



তুরস্কের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান টিইআইএএস’র বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদলু জানিয়েছে, সংযোগ লাইনে ত্রুটির কারণে এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

এদিকে, এই বিভ্রাটের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিবহন রুট সহ যাবতীয় গণপরিবহন ব্যবস্থাতে গোলযোগ দেখা দিয়েছে তুরস্কে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।