ঢাকা: ২০১৪ সালে বিশ্বব্যাপী সরকারিভাবে প্রায় আড়াই হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে সাজা কার্যকরে শীর্ষে আছে মিশর ও নাইজেরিয়া।
বৃধবার (০১ এপ্রিল) মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে পেশওয়ারে স্কুলে হামলার পর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর পাকিস্তান সরকারের স্থগিতাদেশ তুলে নেওয়ারও সমালোচনা করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, বিশ্বব্যাপী ২০১৪ সালে দুই হাজার চারশ’ ৬৬ জনকে সরকারিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আগের বছরের তুলনায় এ সংখ্যা ২৮ শতাংশ বেশি।
অ্যামনেস্টির বৈশ্বিক শাখার পরিচালক অড্রে গগরান বলেন, মৃত্যুদণ্ড কখনোই ন্যায়বিচার হতে পারে না। ২০১৪ সালে মৃত্যুদণ্ড বৃদ্ধির এই হার রীতিমত ভীতিকর।
তবে এই হিসাবে চীনের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সংযুক্ত হয়নি বলে জানা গেছে। দেশটিতে গোপনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সঠিক হিসাব পাওয়া যায়নি।
অ্যামনেস্টি জানায়, মিশরে উল্লেখযোগ্য হারে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে। ২০১৩ সালে যেখানে একশ’ নয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সেখানে ২০১৪ সালে এসংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচশ’ নয়ে। নাইজেরিয়াতেও আগের বছরের চেয়ে পাঁচশ’ আঠার জনকে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০১৪ সালে। এ বছর দেশটিতে সরকারিভাবে সাজা কার্যকর করা হয় ছয়শ’ ৫৯ জনের।
এছাড়া সৌদি আরবে ৯০ জনকে, ইরাকে ৬১ জনকে ও মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ২০১৪ সালে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫