ঢাকা: লাতিন আমেরিকার দেশ চিলিতে প্রবল বন্যায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ রয়েছে আরও শতাধিক লোক। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
সপ্তাহব্যাপী এ প্রবল বন্যায় অসংখ্য বাড়িঘর ভেসে গেছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে উদ্ধৃত করে সোমবার (৬ ফেব্রুয়ারি) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বন্যায় চিলিতে ত্রিশ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে প্রায় তিন হাজারকে জরুরি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
বন্যায় আতাকামা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে তারাপাকা, আন্তোফাগাস্তা ও কোকুইম্বোও বন্যায় ভেসেছে।
বন্যা মোকাবেলায় দেশটিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পাশাপাশি বিভিন্ন সহায়তা সংস্থাও কাজ করছে বলে জানিয়েছে সরকার।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
আরএইচ/এইচএ/