ঢাকা: ব্যাংক জালিয়াতির মামলায় বিচারাধীন এক ব্যক্তি নিজের আইনজীবী, বিচারক ও অপর এক আসামিকে আদালতে ঢুকে হত্যা করেছেন।
বৃহস্পতিবার ইতালির মিলানের একটি আদালতে ওই তিনজনকে হত্যা করা হয়।
ট্রাইব্যুনালের মতো সুরক্ষিত স্থানে বন্দুকধারীর হামলায় নিহতের ঘটনায় মিলানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেখানকার নাগরিকরা। কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে বন্দুক নিয়ে প্রবেশ করে মানুষ হত্যার ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী ম্যাট্রিও রেঞ্জি বলেন, আমরা চাই এমন ঘটনা পুনরাবৃত্তি আর না হোক, অপরাধী সাজা পাক।
পুলিশের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, খুনি ক্লডিয়া গিয়ারদিল্লোকে চিহ্নিত করে শপিংমল থেকে আটক করা করে পুলিশ ‘নায়কোচিত’ কাজ করেছে।
হামলা থেকে বেঁচে যাওয়া আদালতের অন্যান্য কৌঁসুলীরা বলেন, বৃহস্পতিবার ব্যাংক জালিয়াতির একটি মামলার শুনানির জন্য গিয়ারদিল্লো আদালতে হাজির হন।
একপর্যায়ে তার কাছে থাকা বন্দুক দিয়ে সেখানেই নির্বিচারে চার মিনিটে ১৪টি গুলি করেন। তারপর আদালতের নিচতলায় বিচারকের চেম্বারে গিয়ে তাকে হত্যা করেন।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
কেএইচ/