ঢাকা: ইয়েমেন ইস্যুতে পাকিস্তান নিরপেক্ষতা বজায় রাখবে। কোনো ধরনের সামরিক কর্মকাণ্ডে নিজেদের জড়াবে না।
ইয়েমেন হুথি বিদ্রোহীদের দমনে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো হামলা চালাচ্ছে। অভিযানে অংশ নেওয়ার জন্য সৌদি বারবার পাকিস্তানকে চাপ দিচ্ছিল। এর প্রেক্ষিতে গত সোমবার (৬ এপ্রিল) পাক পার্লামেন্টে যৌথ অধিবেশন বসে। পাঁচ দিনের অধিবেশনে দীর্ঘ যুক্তি তর্ক শেষে শুক্রবার (১০ এপ্রিল) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসল। একইসঙ্গে সংঘর্ষ নিরসনে কূটনীতিক পদক্ষেপ চালিয়ে যাওয়ার কথা বলা হয়।
অধিবেশনে সর্বসম্মতিক্রমে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা পালন করার পক্ষে মত দেন আইনপ্রণেতারা। একইসঙ্গে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সৌদির আঞ্চলিক অখণ্ডতার রক্ষায় ভূমিকা রাখার কথাও বলা হয়। সবশেষে ইয়েমেনে চলমান মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান।
গত ১৯ মার্চ ইয়েমেনে অভিযান শুরুর পর থেকে জাতিসংঘের হিসাব মতে এখন পর্যন্ত ৫৬০ জন নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বধীন বাহিনী শুধুমাত্র হুথিদের সামরিক ক্যাম্প, বিমান ঘাঁটি, সদরদপ্তর ও অস্ত্রাগারে হামলা চালানোর কথা বললেও হামলায় এখন পর্যন্ত বহু বেসামরিক লোকজন নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
কেএইচ/