ঢাকা: গত এক বছরে অন্তত দুই হাজার নারী অপহরণ করেছে পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম।
সম্প্রতি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারনেশনাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, অপহৃত বেশিরভাগ নারীকে জোরপূর্বক যৌনদাসীতে পরিণত করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে যুদ্ধ প্রশিক্ষণও দিয়েছে সংস্থাটি।
অ্যামনেস্টি জানায়, অপহরণের পাশাপাশি গত এক বছরে সাড়ে পাঁচ হাজারেরও বেশি বেসামরিক লোক হত্যা করেছে বোকো হারাম। সেই সঙ্গে যুবক ও অল্প বয়সী বালকদের অপহরণ করে নাইজেরীয় সরকার ও পার্শ্ববর্তী দেশগুলোর বিরুদ্ধে অস্ত্র ধরতেও জোরপূর্বক বাধ্য করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব শলিল শেঠি প্রতিবেদন প্রকাশের সময় বলেন, পুরুষ ও নারী, বালক ও বালিকা, খ্রিষ্টান ও মুসলিম, সবাইকেই হত্যা করছে বোকো হারাম। এছাড়া সংগঠনটির অপহরণ ও নির্যাতনের স্বীকারও হচ্ছে সর্বস্থরের মানুষ।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
আরএইচ