ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় সংঘর্ষে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
লিবিয়ায় সংঘর্ষে নিহত ২১ ছবি: সংগৃহীত

ঢাকা: লিবিয়ায় তবরুকভিত্তিক পশ্চিমা সমর্থিত বাহিনীর সঙ্গে ত্রিপোলিভিত্তিক লিবিয়া ডন বাহিনীর সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির রাজধানী ত্রিপোলি থেকে ৩০ কিলোমিটার পূর্বে তাজুরা এলাকায় এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



নিহতদের মধ্যে ১৪ জন সেনাসদস্য, চারজন লিবিয়া ডন যোদ্ধা ও তিন জন নারী রয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে তবরুক ভিত্তিক সরকারের এক মুখপাত্র।

তবে লিবিয়া ডনের মুখপাত্র মোহাম্মদ শামি হতাহতের সংখ্যা আরো বেশি বলে দাবি করেছেন। পশ্চিমা সমর্থিত বাহিনীর ৩২ জন এ লড়াইয়ে নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।

২০১১ সালে লিবিয়ার দীর্ঘ সময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই রাজনৈতিক সংকটে পড়ে দেশটি। এরই ফাঁকে তেল সমৃদ্ধ দেশটির নিয়ন্ত্রণ নিতে মাথাচাড়া দেয় বিভিন্ন সশস্ত্র সংগঠন। বর্তমানে রাজধানী ত্রিপোলি সহ দেশের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে ইসলামপন্থি মিলিশিয়া বাহিনীগুলোর জোট লিবিয়া ডন। অপরদিকে পূর্বাঞ্চলীয় তবরুক শহর থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে পশ্চিমা সমর্থিত সরকার।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।