ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে এভারেস্টে নিহতের সংখ্যা বেড়ে ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
ভূমিকম্পে এভারেস্টে নিহতের সংখ্যা বেড়ে ১৮ সংগৃহীত

ঢাকা: শনিবার (২৫ এপ্রিল) নেপালে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে বিশ্বের সবচেয়ে বড় পর্বত এভারেস্টও। ভূমিকম্পের কারণে এভারেস্টে তুষারধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের সবাই পর্বতারোহী ও শেরপা বলে প্রাথমিকভাবে জানা যায়।

সংবাদমাধ্যমগুলো বলছে, শক্তিশালী ভূমিকম্পে ধ্বংস হয়েছে বেশ কয়েকটি এভারেস্ট বেসক্যাম্প। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রাণ হারিয়েছেন ১৮ জন। নিখোঁজ অগুণিত।

তবে এখানে প্রাণহারানোরা প্রত্যেকেই বিদেশি বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। এছাড়া এ ঘটনায় উদ্ধার হয়েছেন ১২ জন ভারতীয় পর্বতারোহী।

ভূকম্পনের সময় খুম্বু আইসফলের কাছে প্রথম ধসটি নামে। এ অঞ্চলটি সাধারণত বরফ ও তুষারে ঢাকা। আর এর কাছেই বেশিরভাগ বেসক্যাম্পগুলো ছিল।

এ বিষয়ে নেপাল সরকারের পর্বতারোহণ বিভাগের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেঠা জানিয়েছেন, তারা এখনও সঠিক কত মানুষ প্রাণ হারিয়েছেন তা জানতে পারেননি। তবে এ পর্যন্ত ১৫টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার সবাই বিভিন্ন দেশের নাগরিক।

এছাড়া ভূমিকম্পের ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ।

শনিবার দুপুরে (বাংলাদেশ সময় ১২টা ১১ মিনিট) নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে সবশেষ ১৫শ’ অধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের স্থানীয় সময় শনিবার সকালের ভয়াবহ ভূমিকম্পে দেশটির কাঠমান্ডু, পোখরাসহ বেশ কিছু এলাকায় অসংখ্য ভবন ধসে পড়ে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। নেপাল ছাড়াও ভারত, পাকিস্তানে ও বাংলাদেশেও ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।