ঢাকা: ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ সরবরাহ শুরু হয়েছে।
ভূমিকম্পে সবকিছু হারানো নেপালীদের পানি ও খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দিতে ইতোমধ্যে অংশ নিয়েছে কয়েকটি দেশ।
কাঠমান্ডু উপত্যকা থেকে এই ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে, জাতিসংঘ জানিয়েছে ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ বাড়ছে। তবে ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেমন ধাডিং ও গোর্খার মতো এলাকায় এখনো ত্রাণ পৌঁছেনি।
এছাড়া আতঙ্কে ও নিরাপদ আশ্রয়ের খোঁজে রাজধানী কাঠমান্ডু ছেড়ে যাচ্ছে সাধারণ মানুষ। পুলিশ বাসে করে তাদের শহর ছেড়ে যেতে সাহায্য করছে।
ভূমিকম্পে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। আহত ও বাস্তুহারা হয়েছেন বহু মানুষ। এদের মধ্যে এখন বিশুদ্ধ পানীয় ও খাদ্যের প্রকট অভাব দেখা দিয়েছে।
এদিকে, এরইমধ্যে সরকারিভাবে বাংলাদেশ থেকে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে অংশ নিতে নেপাল পৌঁছেছে।
শনিবার (২৫ এপ্রিল) নেপাল, বাংলাদেশ ও ভারতে একযোগে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯।
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এসআর