ঢাকা: পাকিস্তানে বরযাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত নারী ও তিন শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। তবে বর-কনে আলাদা গাড়িতে থাকায় তারা অক্ষত রয়েছেন।
এ ঘটনায় আরও ৩৪ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে ৩২ জনের অবস্থা গুরুতর। আহতদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (০৩ মে) দুপুরে দেশটির খায়েরপুর নাথান শাহ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাস্তার উপরে থাকা একটি হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ডন অনলাইন সূত্রে জানা যায়।
আহতদের মধ্যে দুই জনের অবস্থা কম গুরুতর হওয়ায় তাদের খায়েরপুর নাথান শাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই হাসপাতাল সূত্র জানিয়েছে, সেখানকার জরুরি বিভাগে আজ কোনো দায়িত্বরত চিকিৎসক নেই এবং ওই হাসপাতালে কোনো বার্ন ইউনিটও নেই। তাই গুরুতর দগ্ধদের জন্য নিকটস্থ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর মধ্যে ১৫ দগ্ধ রোগীকে দাদু সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে বার্ন ইউনিট না থাকলেও পর্যাপ্ত সংখ্যক ডাক্তার থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপর ১৫ জনকে পাঠানো হয়েছে লারকানা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে একটি বার্ন ইউনিট রয়েছে।
এছাড়া দুই জনকে নওয়াব শাহ এলাকার পিপলস মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করার জন্য নওয়াজ শরীফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতেও নির্দেশনা দেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ০৩, ২০১৫
আরএম/আরআই