ঢাকা: ইয়েমেনের শিয়াপন্থি হুথি ও তাদের সহযোগী বিদ্রোহীদের রকেট ও মর্টার হামলায় সৌদি আরবে অন্তত দুই জন নিহত হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) দেশটির নাজরান এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এ ঘটনায় ওই এলাকায় ক্ষয়ক্ষতি এড়াতে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ স্থানীয় বিমানবন্দর ও সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় বলে জানা গেছে।
ইয়েমেন সীমান্তের ভেতর থেকে ওই মর্টার ও রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এদিকে, এক বিবৃতিতে ইয়েমেনে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনীর মুখপাত্র বিগেডিয়ার জেনারেল আহমেদ আসিরি জানিয়েছেন, বিদ্রোহীদের দমনে ইয়েমেনে অভিযান অব্যাহত রয়েছে।
সৌদি আরবের ভেতরে হামলার বিষয়ে তিনি বলেন, সেখানে যা ঘটেছে তা এমনই এক গোলযোগ, যার মধ্যে হুথিরা সবসময়ই বাস করে।
বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, মে ০৬, ২০১৫
আরএইচ