ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনে পরাজয়ে পদত্যাগ মিলিব্যান্ড, ক্লেগ, ফ্যারেগের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মে ৮, ২০১৫
নির্বাচনে পরাজয়ে পদত্যাগ মিলিব্যান্ড, ক্লেগ, ফ্যারেগের ছবি: এড মিলিব্যান্ড, নিক ক্লেগ ও নিগেল ফ্যারেগ

ঢাকা: যুক্তরাজ্যের ৫৬তম সাধারণ নির্বাচনে দলের পরাজয় স্বীকার করে নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে পদত্যাগ করছেন শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা। এ কাতারে ইতোমধ্যেই নাম লিখিয়েছেন প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ড, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান ও উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ ও ইউরোপীয় ইউনিয়নবিরোধী দল ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টির (ইউকেআইপি) প্রধান নিগেল ফ্যারেগ।



বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল শুক্রবার (৮ মে) ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই দলের পরাজয়ের ইঙ্গিত পেয়ে পদত্যাগের ইঙ্গিত দিতে থাকেন মিলিব্যান্ড, ক্লেগ ও ফ্যারেগরা। কিন্তু ফলাফল প্রত্যাশিত না হওয়ায় ৮-১০টি আসনের ফল ঘোষণার আগেই পদত্যাগের ঘোষণা দেন মিলিব্যান্ড, ক্লেগ ও ফ্যারেগরা।

লেবার পার্টির প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে থাকা মিলিব্যান্ড তার দলের পরাজয় স্বীকার করলেও বিজয়ী দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে অভিনন্দন জানিয়েছেন। অপর দিকে, পদত্যাগ করে আগেরবারের যৌথ ক্ষমতাসীনদের অভিনন্দন জানিয়েছেন নিক ক্লেগও। এছাড়া, পদত্যাগ করে আগামীবারের দলের প্রধান হওয়ার নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন ফ্যারেগ।

নির্বাচনে লড়াই করা ছোটখাটো দলগুলোর নেতৃত্বেরও পদত্যাগের খবর দিচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

সর্বশেষ খবর অনুযায়ী, হাউজ অব কমন্সের ৬শ’ ৫০টি আসনের মধ্যে ৬শ’ ৪১ আসনের ফলাফল ঘোষিত হয়েছে। এতে ৩শ’ ২৫ আসনে জয় নিয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কনজারভেটিভ পার্টি। আর ২শ’ ২৯টি আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এড মিলিব্যান্ডের লেবার পার্টি। এছাড়া, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৫৬ আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

আর বর্তমান ক্ষমতাসীনদের অংশীদার লিবারেল ডেমোক্রেটি পার্টি (লিব ডেম) জয় পেয়েছে ৮ আসনে। সেই সঙ্গে ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্ট পার্টি (ইউকিপ) পেয়েছে ১ আসন। অন্য দলগুলো পেয়েছে ২২ আসনে জয়।

শতকরা হিসাবে কনজারভেটিভ পার্টির পক্ষে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে ৩৬ দশমিক ৯ শতাংশ। আর লেবার পার্টির পক্ষে ভোট পড়েছে ৩০ দশমিক ৫ শতাংশ। ফলাফল ঘোষণার অপেক্ষায় থাকা যেকোনো একটি আসনে কনজারভেটিভ পার্টি জয়লাভ করলেই এককভাবে সরকার গঠন নিশ্চিত হয়ে যাবে তাদের। এই একটি আসনে জয় না পেলেও যেকোনো একটি সমমনা দলের সমর্থন নিয়ে তাদের সরকার গঠনের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।