ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষমতা হস্তান্তরের দাবি স্কটিশ ফার্স্ট মিনিস্টারের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ১০, ২০১৫
ক্ষমতা হস্তান্তরের দাবি স্কটিশ ফার্স্ট মিনিস্টারের

ঢাকা: ট্যাক্স সংগ্রহ ও জনকল্যাণ তহবিল পরিচালনার ক্ষেত্রে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারগিওন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানিয়েছেন।



এসময় স্টারগিওন বলেন, এ ধরণের পদক্ষেপ স্কটিশ সরকারের জন্য শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে।

এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন বলেও বিবিসিকে জানান স্টাগিওন। তবে আরও আলোচনা দরকার বলেই মনে করেন তিনি।

স্টারগিওন বলেন, কর আদায়, কর্মসংস্থান, বেতন ও জনকল্যাণের ক্ষেত্রে আমাদের পূর্ণ ক্ষমতা প্রয়োজন। কারণ দ্রুত শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে এগুলোর কোনো বিকল্প নেই।

তবে এ বিষয়ে কথা বলার পর ডেভিড ক্যামেরন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি বলে বিবিসিকে জানান স্টারগিওন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।