ঢাকা: সৌদি আরব-ইয়েমেনে সীমান্তে শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের সঙ্গে রাজকীয় সেনাবাহিনীর ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সোমবার (১১ মে) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সৌদি আরবের প্রস্তাবিত পাঁচ দিনের যুদ্ধবিরতি শুরুর আগের দিন এ ঘটনা ঘটল। মঙ্গলবার (১২ মে) থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে। এ প্রস্তাবে হুথিরাও সম্মতি দিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার (১১ মে) সৌদি আরবের জিজান ও নাজরান শহরে রকেট ও মর্টার হামলা চালায় হুথি বিদ্রোহীরা।
ইয়েমেনের সা’দা ও হাজ্জাহ প্রদেশে সৌদি সেনাদের দেড়শতাধিক রকেট হামলার জবাবেই এ হামলা চালানো হয় বলে হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে।
হুথিদের হামলায় নাজরান শহরে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।
এ হামলার জবাবে ইয়েমেনে তাইজ ও মারিব প্রদেশে বিদ্রোহীদের স্থাপণা লক্ষ করে বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনী।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ১১, ২০১৫
আরএইচ