ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে প্রতিপক্ষের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, মে ১২, ২০১৫
লেবাননে প্রতিপক্ষের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: লেবাননের রাজধানী বৈরুতে প্রতিপক্ষের গুলিতে সজীব শিকদার (২৩) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় গত রোববার রাত নয়টার দিকে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটেছে।

তবে পরিবারের লোকজন সোমবার বিকেলে জানতে পারেন।
 
নিহত যুবক সজীব শিকদার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের শামসু শিকদারের ছেলে।

নিহত সজীবের মামা আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

আমির হোসেন বাংলানিউজকে জানান, লেবাননে বসবাসরত তার এক ভগ্নিপতি (নিহতের খালু) মোবাইল ফোনে ফোন করে তাদের এ খবর জানিয়েছেন।

তিনি জানান, সজীব শিকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সেখানে কমিটি গঠনের বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে সে নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।