ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে এক গেস্টহাউজে বন্দুকধারীদের হামলার ঘটনায় দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা।
বুধবার (১৩ মে) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় রাজধানীর কলোলা পুশতা এলাকায় ‘পার্ক প্যালেস’ নামের গেস্টহাউজটিতে হামলা চালায় বন্দুকধারীরা।
হামলায় আরও অন্তত ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে আফগান পুলিশ।
কাবুল পুলিশের প্রধান আব্দুল রহমান রাহিমি জানান, আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরণ ঘটানোর আগে দুই বন্দুকধারীকে হত্যা করে পুলিশ।
এছাড়া হামলার সময় গেস্টহাউজটিতে অবস্থানরত ৫৪ জনকে বন্দিও করা হয় বলে জানা গেছে। বন্দিদের সবাইকেই মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আফগানিস্তানের বিশেষ বাহিনী ‘ক্রাইসিস রেসপন্স ইউনিট’ গেস্টহাউজ ভবনটি পুনরুদ্ধার করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মে ১৪, ২০১৫
আরএইচ