ঢাকা: সিরিয়ার পশ্চিমাঞ্চলে হোমসের দিকে অগ্রসর হতে শুরু করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
শনিবার (১৬ মে) হোমসের পালমিরা এলাকায় ১৩ শতকে নির্মিত দুর্গ ফাখর-আল-দিন আল-মা’নির কাছে সিরীয় সেনাবাহিনীর সঙ্গে আইএস যোদ্ধাদের লড়াইয়ের খবর পাওয়া গেছে।
সিরিয়ার প্রাচীন নগরীগুলোর একটি পালমিরা। মধ্যপ্রাচ্যে ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব ঐতিহ্য’গুলোর মধ্যে এই নগরী বিখ্যাত।
হোমসের প্রাদেশিক গভর্নর তালাল বারাজি জানান, সিরীয় সেনাবাহিনী আইএস অবস্থানে বিমান হামলা পরিচালনা করছে।
দুই হাজার বছর পুরনো মরুদ্যান পালমিরায় প্রায় এক লাখ মানুষের বাস। লড়াই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা এলাকা ত্যাগ করতে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ১৬, ২০১৫
আরএইচ