ঢাকা: ভারতের বিভিন্ন খাতে আড়াই হাজার কোটি ডলার চীনা বিনিয়োগের জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে।
এর মধ্যে শনিবার (১৬ মে) সাংহাইয়ে ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে প্রায় দেড় হাজার ডলারের চুক্তি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এদিন সাংহাইয়ে ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে বসেন চীন সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বৈঠকে ভারতে নবায়নযোগ্য জ্বালানি, অর্থ ও বন্দর খাতে প্রায় দেড় হাজার কোটি ডলার বিনিয়োগের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়।
এদিকে, শুক্রবার (১৫ মে) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। এ বৈঠকেই ভারতের শিক্ষা, রেলওয়ে ও বিজ্ঞান গবেষণা খাতে এক হাজার কোটি ডলার বিনিয়োগের ব্যাপারে চব্বিশটি আলাদা আলাদা চুক্তিতে স্বাক্ষর করেন দুই নেতা।
এর আগে, বৃহস্পতিবার (১৪ মে) তিনদিনের রাষ্ট্রীয় সফরে চীনের জিয়ানে অবতরন করেন নরেন্দ্র মোদি। এসময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তাকে অভ্যর্থনা জানান।
চীন সফর শেষে মোদি মঙ্গোলিয়া সফরে যাবেন বলে জানা গেছে। তিনিই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ১৬, ২০১৫
আরএইচ