মিশরে তিন বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।
শনিবার (১৬ মে) দেশটির সিনাই উপত্যকায় এ হামলা হয় বলে দেশটির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সংগঠন এখনও এ হামলার দায় স্বীকার করেনি। এছাড়া এ হামলায় আরও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাও জানা যায়নি এখন পর্যন্ত।
মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড ঘোষণার দিনই এ হামলার ঘটনা ঘটল।
এদিন মিশরের রাজধানী কায়রোর একটি অপরাধ আদালতে (ক্রিমিনাল কোর্ট) কারাগার ভাঙার দায়ে মুরসিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ মামলায় মুরসির দল নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ এল-বালত্যাগী ও খায়রাত এল-শাতারসহ ১৬ জনকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এখন মতামত চাইতে এ রায় দেশের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্বধারী গ্র্যান্ড মুফতির কাছে পাঠানো হবে বলে জানা গেছে। তিনি রায়ের বিষয়ে মতামতের পাশাপাশি রাষ্ট্রের করণীয় সম্পর্কে পরামর্শ দেবেন। তার পরামর্শের পর আগামী ২ জুন মামলার চূড়ান্ত দণ্ড ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মে ১৬, ২০১৫/ আপডেট: ১৮৩৭ ঘণ্টা
আরএইচ