ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৫ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৫ জঙ্গি নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় অন্তত পাঁচ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ ক’জন।



রোববার (১৭ মে) ওয়ারিজিস্তানের উপজাতি অধ্যুষিত অঞ্চলের আফগান সীমান্তবর্তী এলাকায় ড্রোন থেকে নিক্ষিপ্ত মিসাইলে এ হতাহত হয়।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের দুই গোয়েন্দা কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, হামলায় নিহত পাঁচ জনের মধ্যে তিনজন উজবেক এবং দু‘জন পাকিস্তানি। এরা জঙ্গি সংগঠন তালেবানের সদস্য।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন মতে, চলতি বছর পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় বেশ কিছু জঙ্গি নেতা নিহত হয়। তবে, এসব হামলায় বেসামরিক লোকজনের প্রাণহানিরও খবর এসেছে বিভিন্ন সময়ে।

সম্প্রতি করাচিতে বাসে হামলা চালিয়ে ৪৫ বেসামরিক লোককে হত্যার পর পাকিস্তানের সামরিক বাহিনীও জঙ্গি দমনে উত্তর ওয়াজিরিস্তানে জোরালো অভিযানে নামে।

বাংলাদেশ সময: ১২২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৫
টিআই/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।