ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলের বিমানবন্দরে আত্মঘাতী হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ১৭, ২০১৫
কাবুলের বিমানবন্দরে আত্মঘাতী হামলা, নিহত ৩ ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিন জন নিহত হয়েছে।

রোববার (১৭ মে) রাজধানী কাবুলে অবস্থিত এই বিমানবন্দরের প্রবেশ পথে হামলার ঘটনাটি ঘটে বলে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিমানবন্দরটি হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত।

হামলার ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক গাড়িগুলো যাতায়াতের জন্য নির্ধারিত স্থানের কাছেই ইউরোপীয় পুলিশ প্রশিক্ষণ মিশনের একটি গাড়িতে হামলার ঘটনাটি ঘটে। এতে গাড়িটিতে থাকা এক লোকসহ দুই আফগান কিশোরী নিহত হয়েছে।

আত্মঘাতী এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে সংগঠনটি দায় স্বীকার করে নেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।