ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মোদিকে ঘোড়া উপহার দিলেন মঙ্গোলীয় প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ১৭, ২০১৫
মোদিকে ঘোড়া উপহার দিলেন মঙ্গোলীয় প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘোড়া উপহার দিয়েছেন মঙ্গোলীয় প্রধানমন্ত্রী চাইমড সাইখানবিলেগ।

ছয়দিনের রাষ্ট্রীয় সফরে থাকা নরেন্দ্র মোদি রোববার (১৭ মে) মঙ্গোলিয়ার রাজধানী উলান বাতোরে অবতরন করেন।

ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথম মঙ্গোলিয়া সফর করছেন বলে জানা গেছে।

এর আগে এই সফরের প্রথম তিনদিন মোদি চীনে অবস্থান করেন। সেখানে সরকার ও ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে প্রায় আড়াই হাজার কোটি ডলারের বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে।

মঙ্গোলিয়ায় অবতরনের পর রাজধানী উলান বাতোর থেকে ২৫ কিলোমিটার দূরে চিঙ্গিসিইন খুরী ক্যাম্পে মোদিকে ‘কণ্ঠক’ নামের ওই বাদামী ঘোড়াটি উপহার দেন চাইমড।

মোদিকে ঘোড়া উপহারের বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ।

এক বিবৃতিতে তিনি বলেন, বিশেষ অতিথির জন্য বিশেষ উপহার। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে ঘোড়া উপহার দিয়েছেন।

টুইটারে নিজের অ্যাকাউন্টে একটি টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপহারের বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় তিনি লেখেন, মঙ্গোলিয়ার উপহার ‘কণ্ঠকের’ সঙ্গে আছি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।