ঢাকা: সৌদি প্রস্তাবিত চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইয়েমেনে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
রোববার (১৭ মে) দেশটির তাইজ প্রদেশে সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
জানা গেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দু-রাব্বু মনসুর হাদির সমর্থক একদল উপজাতীয় বাহিনীর সঙ্গে শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষই ট্যাংকসহ ভারী সামরিক অস্ত্র ব্যবহার করে।
এ ঘটনায় মর্টার ও ট্যাংকের গোলার আঘাতে শতাধিক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তাইজ প্রদেশের এক ঊর্ধ্বতন মেডিকেল অফিসার জানান, এ সংঘর্ষের ফলে আরও অন্তত ৭০ জন আহত হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার (১২ মে) থেকে ইয়েমেনে সৌদি প্রস্তাবিত পাঁচ দিনব্যাপী যুদ্ধবিরতি শুরু হয়। হুথিরাও এ প্রস্তাবে সমর্থন জানায়।
শর্তানুসারে, মানবিক সহায়তা দেশের সবগুলো এলাকায় পৌঁছে দেওয়ার স্বার্থে কোনো পক্ষই লড়াই চালিয়ে যেতে পারবে না। এমনকি এই পাঁচদিনে কোনো সেনা স্থানান্তরও করা যাবে না।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আরএইচ