ঢাকা: সাগরে ভাসমান মায়ানমারের তিনশ’ রোহিঙ্গা অভিবাসীকে জায়গা দেওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে ফিলিপাইন। এই রোহিঙ্গা অভিবাসীরা গত সপ্তাহেই মায়ানমার ছেড়ে সমুদ্রপথে পাড়ি জমিয়েছিল।
ফিলিপাইনের এ উদ্যোগকে স্বাগত জানাতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) মুখপাত্র বার্নার্ড কারব্লাট মঙ্গলবার (১৯ মে) ফিলিপাইনের বিচারমন্ত্রী লাইলা ডি লিমার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় সাগরে ভাসমান অভিবাসীদের ব্যাপারে ফিলিপাইনের করণীয় বিষয়েও আলাপ করেন দু’জন।
এ বৈঠকের একদিন আগেই সাগরে ভাসমান অভিবাসীদের সুরক্ষা ও সহযোগিতা প্রদানের ঘোষণা দেয় ফিলিপাইন।
এ ব্যাপারে ফিলিপাইনের বিচারমন্ত্রী লাইলা ডি লিমা জানান, শরণার্থী বিষয়ক ১৯৫১ সালের কনভেনশনের প্রতি সম্মান প্রদর্শন করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাগরে ভাসমান দক্ষিণ এশীয় অন্যান্য অভিবাসীদের জায়গা দেওয়ার ব্যাপারেও আশ্বাস প্রদান করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসইউ