ঢাকা: ভূমধ্যসাগরে মানবপাচার বন্ধে পাচারকারীদের নৌযান ধ্বংসের মিশনে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ইইউ রাষ্ট্রগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে সোমবার (১৮ মে) জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
সেই সঙ্গে এই বৈঠকে মিশনের নেতৃত্ব ও প্রধান কার্যালয় কোথায় হবে, তা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
জানা গেছে, চলতি বছর এরই মধ্যে সাগরপাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে প্রায় দুই হাজার অভিবাসীর সলিল সমাধি হয়েছে ভূমধ্যসাগরে। গত বছরের একই সময়ে তূলনায় এ সংখ্যা ২০ গুণ বেশি।
ইইউ পররাষ্ট্র নীতি প্রধান ফেডেরিকা মোঘেরিনি বলেন, বৈঠকে আলোচনার প্রধান বিষয়ই হলো মানব পাচারে ব্যবহৃত নৌযান ধ্বংসের মিশন শুরু। এ ব্যাপারে এই বৈঠকেই সিদ্ধান্ত হবে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ১৮, ২০১৫
আরএইচ