ঢাকা: ভয়াবহ অগ্নিকাণ্ডে কলকাতা নিউমার্কেটে পুড়ে গেছে শতাধিক দোকান।
সোমবার (১৮ মে) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, প্রথমে মাছের বাজারের কোনো একটি অংশে অগ্নিকাণ্ডটির সূত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে নিউমার্কেটের অন্যান্য এলাকায়।
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। মার্কেটের ভিতরে অগ্নি নির্বাপক গাড়ি ঢোকানো যাচ্ছে না বলে আগুন নেভাতে কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।
ফায়ার সার্ভিসের এক কর্মীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসলেও তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি এখন পর্যন্ত।
এদিকে, অগ্নিকাণ্ডের সময় ভেতরে যারা আটকা পড়েছিলেন, তাদের সবাইকেই বাইরে বের করে আনা হয়েছে বলে জানা গেছে। আগুনের কারণে কলকাতা নিউমার্কেটে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডটি ঘটে থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্ট, মে ১৮, ২০১৫
আরএইচ