ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছে।
সোমবার (১৮ মে) স্থানীয় সময় ভোরের দিকে দেশটির উরুজগান প্রদেশের খাস উরুজগান জেলায় এ হামলার ঘটনাটি ঘটে বলে প্রাদেশিক সরকারের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল করীম করিমির বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
করিম জানান, হামলায় পাঁচ পুলিশ ছাড়াও একজন সাবেক জেলা প্রশাসক ও একজন স্কুল অধ্যক্ষ নিহত হয়েছেন।
হামলার পরপরই তালেবানের পক্ষ থেকে এ ঘটনার জন্য দায় স্বীকার করে নেওয়া হয়। সংগঠনটির মুখপাত্র কারি ইউসুফ আহমেদি এক বিবৃতিতে দায় স্বীকার করেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ১৮, ২০১৫
আরএইচ