ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, মে ২০, ২০১৫
কলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৮

ঢাকা: কলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জনে গিয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অজানা সংখ্যক লোক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস।



প্রবল বর্ষণে লিবোরিয়ানা নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় সোমবার (২০ মে) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় অ্যান্টিওকিয়া প্রদেশে এ ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ ঘটনায় অন্তত ৩৭ ব্যক্তি আহত হয়েছেন।

এদিকে, ভূমিধসের ফলে মাটির নিচে চাপা পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রা। চাপা পড়াদের মধ্যে কেউ জীবিত রয়েছেন কি-না সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের পর জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট সান্তোস। এছাড়া সাহসিকতার সঙ্গে দুর্যোগ মোকাবেলার কথাও বলেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, মে ২০, ২০১৫
আরএইচ

** কলম্বিয়ায় ভূমিধসে ৫২ জনের প্রাণহানি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।