ঢাকা: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূল থেকে অভিবাসন-প্রত্যাশী আরও ৩৭০ বাংলাদেশি ও রোহিঙ্গা উদ্ধার করা হয়েছে। তারা কয়েক সপ্তাহ ধরে সমুদ্রে ভাসছিলেন।
বুধবার (২০ মে) স্থানীয় জেলারা তাদের উদ্ধার করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
স্থানীয়রা জানান, দুই দফায় দু’টি নৌযান থেকে ৫০ নারী ও শিশুসহ ৩৭০ অভিবাসন-প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযানে থাকা স্থানীয় জেলে তেউকু নায়েক ইদ্রিস বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা অত্যন্ত দুর্বল এবং অনেকেই অসুস্থ। তাদের মধ্যে অনেকেই না খেয়ে মারা গেছেন বলেও তারা জানতে পেরেছেন।
ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় জেলারা ১০২ জন অভিবাসন-প্রত্যাশীকে মালাক্কা প্রণালি থেকে একটি ভাসমান নৌযান থেকে উদ্ধার করা হয়। সেখানে ১০২ জনের মধ্যে ৩১ শিশু ও ২৬ জন নারী রয়েছেন।
দ্বিতীয় দফায় উদ্ধার হওয়াদের প্রসঙ্গে ইন্দোনেশীয় এক কর্মকর্তা সাদিকিন বলেন, সমুদ্রে একটি বিকল হওয়া নৌযান ভাসছিল। স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে। সেখানেও নারী ও শিশু ছিল বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ২০, ২০১৫ (আপডেট: ১২৩২)
টিআই/