ঢাকা: ভারতে আগামী পহেলা জুন থেকে নতুন করে শতকরা ১৪ ভাগ পরিসেবা কর বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৯ মে) দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে নতুন করে এ ১৪ ভাগ কর বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন।
এর ফলে রেস্তোরাঁয় খাওয়া, বীমা এবং মোবাইল ব্যবহারসহ বিভিন্ন বিষয় ব্যয় বহুল হয়ে পড়বে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। নতুন ব্যবস্থায় শিক্ষা খাতেও শতকরা ১২.৩৬ ভাগ কর বেড়ে যাবে।
বাজেট বক্তব্যে জেটলি বলেন, কেন্দ্র এবং রাজ্যে একইভাবে তরান্বিত করতে কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল।
তবে বিজ্ঞাপন, আকাশ পথে ভ্রমণ, স্থাপত্য, কিছু কিছু নির্মাণ কাজ, ক্রেডিট কার্ড এবং ইভেন্ট ম্যানেজমেন্ট এই করের আওতা মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ২০, ২০১৫
এটি