ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের হাতে সিরিয়ার পালমিরা পতন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মে ২১, ২০১৫
আইএসের হাতে সিরিয়ার পালমিরা পতন ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা দখল করে নিয়েছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

দেশটিতে মানবাধিকার পর্যবেক্ষন সংস্থাগুলোর বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



সিরিয়ার হোমস প্রদেশের প্রাচীন নগরী পালমিরা ইউনিসেফ কর্তৃক ঘোষিত ‘বিশ্ব ঐতিহ্য’গুলোর অন্যতম। মধ্যপ্রাচ্যের বিশ্ব ঐতিহ্যগুলোর মধ্যে এটি ‘বিশেষ’ বলে সকলের কাছে পরিচিত। ধারণা করা হয়, প্রথম অথবা দ্বিতীয় শতকে নগরীটি গড়ে ওঠে। এটি ‘পার্ল অব দ্য ডেজার্ট (মরুভূমির মুক্তা)’ নামেও পরিচিত।

শহরটির পতনে হোমস প্রদেশে নিজেদের কর্তৃত্ব স্থাপণে ও রাজধানী দামেস্কের দিকে অগ্রসরে আইএসের ভিত্তি আরও শক্ত হল বলেই মনে করছেন বিশ্লেষকরা। সিরিয়ার রাজধানী শহর থেকে পালমিরা ২শ’ ১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

এদিকে, ইসলামিক স্টেট পালমিরা অভিযান শুরু করার পর সেখানে লড়াইয়ে এ পর্যন্ত অন্তত পাঁচশ’ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া অন্তত ৮ হাজার অধিবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো।

এর আগে গত সপ্তাহেও পালমিরা দখলে হামলা চালায় আইএস। তবে ওই হামলায় খুব একটা সুবিধা করে উঠতে পারেনি আইএস জঙ্গিরা। এরপর তারা শহরটির উত্তর দিকে অবস্থান নেয় বলে পালমিরার অধিবাসীদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, মে ২১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।