ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রামাদি পুনরুদ্ধারে যৌথবাহিনীর অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মে ২১, ২০১৫
রামাদি পুনরুদ্ধারে যৌথবাহিনীর অভিযান ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখল করে নেওয়া ইরাকি শহর রামাদি পুনরুদ্ধারে সেখানে অভিযান শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী।

মার্কিন প্রশাসনের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ মে) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



বুধবার (২০ মে) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা রামাদিতে বিমান হামলা চালিয়েছি, যেমনটা আমরা বলেছিলাম।

রামাদিতে আইএস হামলার পর সেখান থেকে এ পর্যন্ত অন্তত ২৫ হাজার অধিবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে মঙ্গলবার (১৯ মে) জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির এই তথ্য উপস্থাপণের পরদিনই বুধবার (২০ মে) সেখানে অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী।

ইরাকি বাহিনী জানিয়েছে, রামাদির কাছে তারা ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের মুখোমুখি হয়েছে।

এদিকে, দেশটির সরকারি বাহিনীকে সহায়তা দিতে এগিয়ে আসা শিয়া মিলিশিয়ারারা শহরটির কাছে একটি ঘাঁটি স্থাপণ করেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ২১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।