ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তেল ছড়িয়ে পড়ায় ক্যালিফর্নিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ২১, ২০১৫
তেল ছড়িয়ে পড়ায় ক্যালিফর্নিয়ায় জরুরি অবস্থা জারি ছবি: সংগৃহীত

ঢাকা: উপকূলীয় অঞ্চলে পাইপ ফেটে অপরিশোধিত তেল ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় প্রাদেশিক জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ক্যালিফর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন এ জরুরি অবস্থা জারি করেন বলে বুধবার (২০ মে) জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

মঙ্গলবার (১৯ মে) পাইপ ফাটার বিষয়টি ধরা পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই পাইপলাইনটিতে ঘণ্টায় ৮৪ হাজার গ্যালন তেল প্রবাহিত হয়।

পাইপের ফাটলটি আবিষ্কারের পর তেল ছড়িয়ে পড়া বন্ধ করতে অন্তত তিন ঘণ্টা সময় লাগে বলে জানিয়েছে ক্যালিফর্নিয়ার স্থানীয় কর্তৃপক্ষ।  

জানা গেছে, পাইপ ফেটে প্রায় চার লাখ লিটার তেল উপকূলীয় জলরাশিতে প্রায় ১৪ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আশি হাজার লিটার সাগরে বেশ ভেতরে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে এই এলাকার জীববৈচিত্র্য।

প্রদেশটির সান্তা বারবারা উপকূলে এরই মধ্যে তেল পরিষ্কার ও অন্যান্য প্রয়োজনীয় তৎপরতা শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ২১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।