ঢাকা: শিল্পোন্নত দেশগুলোর জোট গ্রুপ-৭ এ রাশিয়ার ফিরে আসা ‘অকল্পনীয়’ বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
বৃহস্পতিবার (২১ মে) নিজ দেশের সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে ২০১৪ সালে শিল্পোন্নত আট দেশের তালিকা থেকে নির্বাসিত হয় রাশিয়া। দেশটি কবে ফিরতে পারবে, এমন এক পয়েন্টেই জার্মান চ্যান্সেলর ওই মন্তব্য করেন।
অ্যাঞ্জেলা মার্কেল বলেন, যে পর্যন্ত রাশিয়া তার অপরাধ স্বীকার করবে না এবং আন্তর্জাতিক আইন অনুসারে চলতে পারবে না, সে পর্যন্ত দেশটি শিল্পোন্নত দেশগুলোর জোটের বাইরেই থাকবে।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ২১, ২০১৫
আরএইচ