ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অবৈধ অভিবাসীদের জায়গা দেবে না অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মে ২২, ২০১৫
অবৈধ অভিবাসীদের জায়গা দেবে না অস্ট্রেলিয়া

ঢাকা: অবৈধ অভিবাসীদের আশ্রয় ও পুনর্বাসনের ব্যাপারে অসম্মতি জানিয়েছে অস্ট্রেলিয়া।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাগরে ভাসমান অভিবাসীদের সঙ্কট প্রশ্নে এ মনোভাব পোষণ করেন দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।



শুক্রবার (২২ মে) ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির জবাবে তিনি এ কথা জানান।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, অবৈধ অভিবাসীদের পুনর্বাসনের মধ্য দিয়ে তাদের উৎসাহিত করা হবে।

তিনি আরও বলেন, অবৈধ কোনও কাজের জন্য কাউকে পুরস্কৃত কিংবা পুনর্বাসিত করার প্রস্তাব দায়িত্বজ্ঞানহীন।

এ সময় আর কোনও অভিবাসীকে অস্ট্রেলিয়া আশ্রয় দেবে কিনা সাংবাদিকদের এরকম এক প্রশ্নের জবাবে সরাসরি না করে দেন অ্যাবোট।

এর আগে সাগরে ভাসমান অভিবাসীদের পুনর্বাসনকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কনভেনশন অনুযায়ী অস্ট্রেলিয়ার দায় বলে বিবৃতি দেয় ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইতিমধ্যেই বেশ কিছু দেশ এসব অভিবাসীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে একমত হলেও অস্ট্রেলিয়া তার নেতিবাচক মনোভাব জানিয়ে দিলো।

এদিকে, অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তের প্রেক্ষিতে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ’র মুখপাত্র ফিল রবার্টসন বলেছেন, অস্ট্রেলিয়া তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মে ২২, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।